বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি ও ব্যবহার

গুগল অ্যাকাউন্ট তৈরি:

একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করলে আপনি তার মাধ্যমে গুগলের যত রকম সেবা আছে আপনি তা গ্রহণ করতে পারবেন। গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি জিমেইলের মাধ্যমে ইমেইল আদান প্রদান করতে পারবেন, ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন রকম প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

 গুগল অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি:

১. সর্বপ্রথম গুগল অ্যাকাউন্ট সাইন ইন পেইজে যেতে হবে।

২. তারপর Create account নির্বাচন করতে হবে।

৩. তারপর আপনার পুরো নাম লিখতে হবে

৪. এবার username এর জায়গায় একটা username দিন।

৫.দেয়ার পর enter এ ক্লিক করে পাসওয়ার্ড নির্বাচন করবেন।

৬. Next এ গেলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষার জন্য একটি ফোন নম্বর বা ইমেইল অ্যাড্রেস চাইবে। এই ইমেইল এবং মোবাইল নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য। যদি আপনার অ্যাকাউন্টে কোন সমস্যা হয় তাহলে এই দুইটা পুনরুদ্ধারের তথ্য কাজে লাগবে।

৭. তারপর আপনি যে ভ্যারিফিকেশন ইমেইল বা ফোন নম্বর দিয়েছেন তাতে একটা অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন কোড আসবে।

৮.তারপর ভ্যারিফাই করলে আপনার অ্যাকাউন্ট তেরি হয়ে যাবে।

আপনার গুগল অ্যাকাউন্ট তৈরির পর এর মাধ্যমে ইমেইল, ইউটিউব,গুগল ম্যাপ ইত্যাদি একই ইমেইল অ্যাকাউন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন।

 কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন:

কম্পিউটারের মাধ্যমেঃ

১। প্রথমে www.facebook.com যেতে হবে

২। সেখানে গিয়ে create new account এ ক্লিক করতে হবে।

৩। তারপর আপনার নাম, ইউজার আইডি, ফোন নম্বর বা ইমেইল অ্যাড্রেস, জন্মতারিখ দিতে হবে।

৩। এইবার create an account দিতে হবে

৪। তারপর ইমেইল ও ফোন নম্বর দিয়ে নিশ্চিত করতে হবে।

৫। একটি ফেসবুক প্রোফাইল তৈরির জন্য বয়স সর্বনিম্ন ১৪ বছর হতে হবে।

 মোবাইল ফোন থেকে যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন:

১। গুগল প্লে স্টোর থেকে ফেইসবুক অ্যাপ ইন্সটল করে নিতে হবে

২। তারপর  create account এ যেতে হবে

৩। অ্যাপ্লিকেশনে ঢুকে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর দিতে হবে

৪। পাসওয়ার্ড নির্বাচন করতে হবে

৮.তারপর ভ্যারিফিকেশনের পর আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলো।

অ্যাকাউন্ট তৈরির পর এখানে প্রোফাইল ছবি, কভার ছবি, পেশা এসব যুক্ত করতে পারবেন।  এই অ্যাকাউন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগ করতে পারবেন। বিভিন্ন পেইজ, গ্রুপ এবং ইভেন্টে যুক্ত হতে পারবেন, বন্ধুদের সাথে মেসেজিং করতে পারবেন।

 

কীভাবে টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন:

১. www.twitter.com এ প্রবেশ করতে হতে তারপর sign up এ ক্লিক করতে হবে।

২. তারপর আপনার কিছু তথ্য দিতে হবে। যেমন নাম,মোবাইল নম্বর বা ইমেইল এগুলো দিয়ে  পাসওয়ার্ড নির্বাচন করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে।

এবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি আপনার প্রোফাইল পিকচার, নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে পারবেন, বিভিন্ন ব্যক্তি বা পেইজকে অনুসরণ (follow)   করতে পারেন।

 

যেভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলবেন:

১। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজার থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার লিংকে যেতে হবে।

২। যাবার পর সাইন আপ অপশন আসবে। এখন আপনার ইমেইল দিন।

৩।  আপনার ইমেইলটি দিয়ে পূর্বে কোন মাইক্রোসফট অ্যাকাউন্ট করা হয় নি এমন হতে হবে।

৪। ইমেইল দিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে দিলেই অ্যাকাউন্ট চালু হয়ে যাবে।

মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে এর সাথে সম্পর্কিত সকল পরিসেবা যেমন ওয়ান ড্রাইভ, ওয়ান নোট, skype এসব ব্যবহার করতে পারবেন।

 যেভাবে একটি হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট খুলবেন:

1। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে whatsapp নামের অ্যাপটি  ডাউনলোড করে নিবেন ।

2। এরপর whatsapp ওপেন করে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে next এ ক্লিক করতে হবে ।

3। এরপর যে নাম্বারটি আপনারা দিবেন সেই নাম্বারে ছয় সংখ্যার কোড আসবে সেটি দিলেই অ্যাকাউন্ট যাচাই হয়ে যাবে।

4। এরপর প্রোফাইলে আপনার আরও কিছু তথ্য দিতে পারবেন। যেমন : নাম, ছবি

5। এরপর সব তথ্য ঠিক আছে কিনা যাচাই করে করে দেখে নিয়ে Finish এ ক্লিক করলে আমাদের whatsapp অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

এরপর এই অ্যাকাউন্ট দিয়ে আমরা বন্ধুদের সাথে অথবা আত্মীয়স্বজনদের সাথে ইন্টারনেট সংযোগ দিয়ে এই অ্যাপ এর মাধ্যমে অডিও, ভিডিও কল, মেসেজিং, ফাইল শেয়ার করতে পারবেন।