ব্রাউজার ও সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য অনুসন্ধান পদ্ধতি

রতন ও তার পাঁচ বন্ধু ছুটি পেলে প্রায়ই গ্রামের বাড়িতে ঘুরতে যায়। একেক সময় একেক জনের গ্রামের বাড়িতে যাওয়া তাদের যেন একটা শখ! এবার তারা ঠিক করলো লম্বা কোনো ছুটি পেলে এখন থেকে তারা বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখবে।

এখন তাহলে তাদের জানতে হবে যে বাংলাদেশের কোথায় কোথায় এমন সুন্দর জায়গা আছে যেখানে তারা ঘুরতে যেতে পারে। কীভাবে তারা এই তথ্যের অনুসন্ধান করতে পারে? চলুন তাহলে জেনে নিই কীভাবে আমরা সার্চ ইঞ্জিন ও ব্রাউজার ব্যবহার করে তথ্য অনুসন্ধান করতে পারি। 

সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য অনুসন্ধান-

সার্চ ইঞ্জিন ব্যবহার করে কোন তথ্য অনুসন্ধানের জন্য ইন্টারনেট সংযোগযুক্ত কোন ডিজিটাল ডিভাইসে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি যেকোন ওয়েব ব্রাউজার থেকে ব্রাউজ করে গুগল, ইয়াহু, বিং সার্চ বা অন্য যে কোন একটি সার্চ ইঞ্জিন চালু করতে হবে। এরপর নির্দিষ্ট যে বিষয়বস্তু অনুসন্ধান করা হবে তা সার্চ ইঞ্জিন এর টেক্সট বক্সে লিখে এন্টার চাপলেই বা সার্চ এ ক্লিক করলেই ঐ বিষয়বস্তু সম্পর্কে যাবতীয় তথ্য সামনে চলে আসবে। বিষয়বস্তুটি বাংলায় লিখে সার্চ দিলে বিষয়বস্তু সম্পর্কিত যাবতীয় বাংলা তথ্য সামনে আসবে। আর বিষয়বস্তুটি ইংরেজিতে লিখলে বিষয়বস্তু সম্পর্কিত ইংরেজি তথ্য সামনে আসবে।

 

ধরা যাক, “বাংলাদেশের দর্শনীয় স্থান” লিখে কেউ গুগলে সার্চ দিলো। তাহলে বিভিন্ন ওয়েবসাইটে ও ব্লগে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে যত তথ্য আছে গুগল তা প্রদর্শন করবে। “বাংলাদেশের” “দর্শনীয়” “স্থান” এই তিনটি শব্দের উপর ভিত্তি করে প্রাপ্ত একাধিক ফলাফলের একটি তালিকা গুগল প্রদর্শন করবে। আর এই তিনটি শব্দের প্রতিটিকে বলে কীওয়ার্ড।

 

ব্রাউজার ব্যবহার করে তথ্য অনুসন্ধান-

ধরেন, আপনি খুলনাতে বেড়াতে গিয়েছেন; এখন বাগেরঘাট জেলা যেখানে সুন্দরবন রয়েছে সেই সম্পর্কে জানতে চাচ্ছেন। বাংলাদেশের সব জেলা নিয়ে সরকারের ওয়েবসাইট আছে। বাগেরহাট-সুন্দরবন জেলা নিয়ে বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট আছে তার ঠিকানা http://www.bagerhat.gov.bd/

 

এই ঠিকানা অনেকেই জানতে পারে, কিন্তু কীভাবে এই ওয়েবসাইট দেখা যাবে, কীভাবে তথ্য পাওয়া যাবে এই সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবে ব্রাউজারের মাধমে। ব্রাউজার ব্যবহার করে তথ্য অনুসন্ধানের জন্য প্রথমে গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার বা যে কোন একটি ব্রাউজার চালু করতে হবে। এরপর সেই ব্রাউজারের অ্যাড্রেস বারে  http://www.bagerhat.gov.bd/   এই ঠিকানা লিখে এন্টার চাপলেই নির্দিষ্ট ওয়েব সাইটে নিয়ে যাবে এবং সুন্দরবন সম্পর্কে ওয়েবসাইটের যাবতীয় তথ্য পাওয়া যাবে। 

এভাবে আমরা সার্চ ইঞ্জিন এবং ব্রাউজার ব্যবহার করে খুব সহজেই ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারি।