ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এর পার্থক্য

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্রাউজার ও সার্চ ইঞ্জিন খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়। আমাদের অনেকের কাছেই এই ব্যাপারটি একটু অস্পষ্ট যে সার্চ ইঞ্জিন কীভাবে ব্রাউজার থেকে আলাদা। এই দুইটির কাজ মূলত কী?

একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করলে হয়ত ব্যাপারটা বুঝে উঠতে একটু সুবিধা হবে।

বিভিন্ন বিষয়ের প্রায় ৩০০ মিলিয়ন আর্টিকেল বা প্রবন্ধ সমৃদ্ধ একটি ওয়েবসাইট হলো উইকিপিডিয়া। ওয়েবসাইটটির লিংক https://www.wikipedia.org/ । এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে বিশ্বে বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে পারবেন। কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করতে হলে একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। যেমন- গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি। আপনার ফোন বা ডেস্কটপ থেকে যেকোনো একটি ব্রাউজার ব্যবহার করে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

আবার ধরেন, আপনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে চান। কিন্তু আপনি জানেন না যে আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করেন । এক্ষেত্রে আপনি সার্চ ইঞ্জিনের সহায়তা নিবেন। একটি সার্চ ইঞ্জিন চালু করে সেখানে “১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস” লিখে সার্চ দিলে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটের সন্ধান পাবেন। মূলত, সার্চ ইঞ্জিন ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করার জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বা সফটওয়ার। যেমন- গুগল, ইয়াহু, বিং সার্চ ইত্যাদি।

মূলত, একটি সার্চ ইঞ্জিন ইন্টারনেটের মাধ্যমে তথ্য খোঁজার জন্য ব্যবহার করা হয় এবং এটি সার্চের পরে প্রাপ্ত ফলাফলগুলি এক জায়গায় এনে প্রদর্শন করে। অন্যদিকে, সার্চ ইঞ্জিন ব্যবহার করার জন্য একটি ব্রাউজার দরকার হয়। ব্রাউজার তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিনে নিয়ে যায়।

বিখ্যাত সার্চ ইঞ্জিনের উদাহরণ হল: Google, Yahoo, Bing, DuckDuckgo, Baidu Internet Explorer। কিছু বহুল ব্যবহৃত ব্রাউজার হল: মোজিলা ফায়ারফক্স, নেটস্কেপ নেভিগেটর এবং গুগল ক্রোম।

ব্রাউজার ও সার্চ ইঞ্জিন দুই ধরনের কাজ করলেও একটির কাজ সম্পূর্ণ করতে আরেকটির সহায়তা লাগে। শুধু ব্রাউজার যেমন কোনো ফলাফল প্রদর্শন করতে পারবে না, ঠিক একইভাবেই শুধু সার্চ ইঞ্জিন ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়।