ব্যক্তিগত তথ্য পরিচিতি

ব্যক্তিগত তথ্য হচ্ছে একজন ব্যক্তিকে আলাদা করে চেনার জন্য স্বতন্ত্র তথ্য। এ ধরনের তথ্যগুলো ব্যক্তির পারিবার, পেশা বা ধর্মীয় সূত্রে হতে পারে।

 কোনগুলো ব্যক্তিগত তথ্য?

অনেক ধরনের তথ্য এবং মতামতই ব্যক্তিগত তথ্যের কাতারে পরে যা দিয়ে আসলে একজন ব্যক্তিকে আলাদা করে চেনা যায়। কিছু ব্যক্তিগত তথ্য হচ্ছে – 

১। পারিবারিক ও পরিচয় সংক্রান্ত তথ্য

নাম, স্বাক্ষর, ঠিকানা, ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নাম্বার, জন্মদিন, ফিঙ্গার প্রিন্ট ইত্যাদি হচ্ছে এ ধরনের তথ্য। একজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য এ তথ্যগুলো প্রয়োজন হয়।

২। স্পর্শকাতর তথ্য

জাতিগত পরিচয়, লিঙ্গ, রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ্বাস, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে তথ্য এগুলো হচ্ছে স্পর্শকাতর তথ্য। এই তথ্যগুলো একজন ব্যক্তির পরিচয়ের বাইরেও চরিত্রায়নের জন্য জরুরি তথ্য। এ ধরনের তথ্য সংশ্লিষ্ট বিষয়গুলোর কোন অসামঞ্জস্যতা সমাজে অনেক জটিল পরিস্থিতি তৈরি করে বলে এগুলো স্পর্শকাতর তথ্য।

৩। আর্থিক তথ্য

আর্থিক তথ্য হচ্ছে ব্যাংক একাউন্ট নাম্বার, টাকার পরিমাণ, পিন নাম্বার, ব্যাংক স্টেটমেন্ট, লেনদেনের তথ্য ইত্যাদি। এই তথ্যের সাথে একজন ব্যক্তির আয়-ব্যয়, আর্থিক লেনদেন, সম্পদের পরিমাণের মত বিষয়গুলো জড়িত।

৪। পেশা সংক্রান্ত তথ্য

পেশা সংক্রান্ত তথ্য হচ্ছে চাকরি ক্ষেত্রের পদ, বেতন, পদোন্নতি সংক্রান্ত তথ্য। এসব তথ্য সমাজে একজন ব্যক্তির অবস্থান ও ভূমিকার সাথে জড়িত বলে এগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য।

 ৫। ডিজিটাল তথ্য

ছবি, ভিডিও, অডিও, লিখিত কোন কন্টেন্ট, ই-মেইল এড্রেস, পাসওয়ার্ড, পিন নাম্বার, মোবাইলের লোকেশনের তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলের লিঙ্ক ইত্যাদি হচ্ছে ডিজিটাল তথ্য। ডিজিটাল মাধ্যম আমাদের জীবনের বেশ বড় একটা ফ্যাক্টর হয়ে যাওয়ার কারণে এই তথ্যগুলোও অনেক গুরুত্ব বহন করে। ডিজিটাল মাধ্যমে আমাদের পরিচয় এই তথ্যগুলোই।

৬। আচরণগত তথ্য

একজন মানুষ কেমন তা বোঝার জন্য যেসব তথ্য জানা প্রয়োজন সেগুলো হচ্ছে আচরণগত তথ্য। যেমন একজন মানুষের কথার ধরন, অন্যদের সাথে ব্যবহার, মেজাজ, ভব্যতা-বোধ, শিষ্টাচার, সদাচার, চিন্তাভাবনা ইত্যাদি হচ্ছে আচরণগত তথ্য।

৭। ব্যক্তিগত পছন্দ সংক্রান্ত তথ্য

পছন্দ-অপছন্দ, ইচ্ছা-অনিচ্ছা, বিভিন্ন বিষয়ে আগ্রহের মত তথ্যগুলো একজন ব্যক্তিকে বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো দিয়ে অনেক সময় অপরিচিত মানুষকে ভালোমতো না জেনেও যাচাই করে ফেলা যায়।