বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহারের সাধারণ নিয়মাবলি

আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইসের সাথে পরিচিত। কোনোটি আমরা আমাদের হাতের মুঠোয় রাখতে পারি, আবার কোনোটা টেবিল বা ডেস্কে রেখে ব্যবহার করে থাকি। আকার যেমনই হোক না কেন এই ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহারে যত্নশীল হতে হয়। এজন্য আমাদের সকলের উচিৎ এই ডিভাইসগুলোর ব্যবহারের কিছু সাধারণ নিয়মাবলি অনুসরণ করা যাতে সেগুলো সুরক্ষিত থাকে এবং আমরা সেই ডিভাইসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারি ।

ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়মাবলি-

১) খেয়াল রাখবেন যাতে ল্যাপটপ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ল্যাপটপের ভিতরে কোনো ধুলাবালি ঢুকে না যায়।

২) ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদি যোগাযোগ মাধ্যমগুলো যেগুলো ল্যাপটপের সাথে সংযুক্ত থাকে সেগুলো প্রয়োজন ছাড়া চালু রাখবেন না।

৩) খুব বেশি প্রয়োজন ছাড়া সরাসরি সূর্যের আলোয় ল্যাপটপ ব্যবহার করবেন না।

৪) ল্যাপটপের ব্যাটারির চার্জ ১০০% হলে সেটি চার্জ নেওয়া বন্ধ করে সরাসরি বিদ্যুৎ থেকে শক্তি নিয়ে চলতে থাকে। অন্যদিকে চার্জ ২০%-এ নেমে আসলে ডিভাইসটি তখন ব্যবহার না করে যতদ্রুত সম্ভব চার্জ দেওয়ার ব্যবস্থা করুন। কারণ এই দুই ক্ষেত্রেই ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবহারের জীবনকাল/মেয়াদ কমে যায়।  তবে কম্পিউটারের ক্ষেত্রে ব্যাপারটি এমন নয়; কম্পিউটারের সাথে সর্বদাই বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতে হয়।

৫) কম্পিউটারের সঙ্গে ইউপিএস ব্যবহার করার চেষ্টা করবেন। এতে হঠাৎ করে বিদ্যুৎ গোলযোগ হলেও সাথে সাথেই কম্পিউটার বা ডেস্কটপটি বন্ধ হয়ে যাবে না; আপনি যথেষ্ট সময় পাবেন সঠিক উপায়ে কম্পিউটার বা ডেস্কটপটি বন্ধ করার জন্য।

৬) আপনার ডিভাইসটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত রাখবেন এবং আপনার জায়গা থেকে উঠে যাবার সময় কম্পিউটার বা ল্যাপটপ সিস্টেম লক করে যাবেন।

৭) আপনার ডিভাইসটিতে কোনো ধরনের অননুমোদিত সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকবেন। এছাড়াও সম্পূর্ণ নিশ্চিত না হয়ে ডিভাইসে কোনো ধরনের ফ্রি সফটওয়্যার ডাউনলোড করবেন না।

৮) সবসময় আপনার ডিভাইসটিতে একটি আপডেটেড লাইসেন্সড  ভার্সন এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করবেন।

 

মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়মাবলি-

১) চেষ্টা করবেন যাতে আপনার মোবাইল ফোনটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।

২) ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট ইত্যাদি যোগাযোগ মাধ্যমগুলো যেগুলো ডিভাইসের সাথে সংযুক্ত থাকে সেগুলো প্রয়োজন ছাড়া চালু রাখবেন না। এছাড়াও যে কোন অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ রাখবেন।

৩) পরিবেশগত বাহ্যিক তাপ যেকোনো মোবাইলের ব্যাটারির শক্তিকে কমিয়ে দেয়। এজন্য খুব বেশি প্রয়োজন ছাড়া সরাসরি সূর্যের আলোয় মোবাইলফোন না অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করবেন না।

৪) চার্জ ১০০% হয়ে গেলে ব্যাটারিতে বাড়তি চার্জ দেওয়া যাবে না। অন্যদিকে চার্জ ২০%-এ নেমে আসলে তখন ব্যবহার না করে যতদ্রুত সম্ভব চার্জ দেওয়ার ব্যবস্থা করুন।

৫) মেমোরি কার্ড, পেন ড্রাইভ, সিডি - এই ধরনের স্টোরেজ ডিভাইসগুলো নষ্ট হয়ে গেলে সেগুলো যেখানে সেখানে ফেলে দিবেন না অথবা বিক্রি করবেন না। বিধি বিধান অনুসারে সেগুলো ধ্বংস করে দিবেন।

৬) আপনার মোবাইল ফোনটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত রাখবেন।

৮) আপনার মোবাইল ফোনের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, ফাইল বা ছবি আপনি সংরক্ষণে রাখতে পারেন। আপনার ফাইলগুলো যাতে সুরক্ষিত থাকে সেজন্য নিয়মিত বিকল্প কোনো স্টোরেজ ডিভাইসে ব্যাকআপ রাখবেন।

৯) আপনার মোবাইল ফোনে কোনো ধরনের অননুমোদিত সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকবেন। এছাড়াও সম্পূর্ণ নিশ্চিত না হয়ে ডিভাইসে কোনো ধরনের ফ্রি সফটওয়্যার ডাউনলোড করবেন না।

এই ধরনের কিছু সাধারণ নিয়মাবলি অবলম্বনের মাধ্যমে আপনি ডিজিটাল ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করে সেটি ব্যবহার করতে পারেন।