গুগল ক্লাসরুম ব্যবহার করে অনলাইন শ্রেণিকার্যক্রমে অংশগ্রহণ

অনলাইন শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ন অ্যাপ রয়েছে যার মাধ্যমে তুমি তোমার সহপাঠী ও শিক্ষকের সাথে একত্রে পড়াশোনা বিষয়ক আলোচনা করতে পারবে। সেটি হলো গুগল ক্লাস রুম। এই অ্যাপের মাধ্যমে তোমাদের শিক্ষক তোমাদেরকে পড়াশোনা করতে সাহায্য করতে পারবে এবং তোমরাও তোমাদের সমস্যা তাদের সাথে আলোচনা করতে পারবে।

চলো তাহলে আজকে জেনে নিই, আমরা কীভাবে গুগল ক্লাসরুম ব্যবহার করে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারব। 

কম্পিউটার বা ডেস্কটপের মাধ্যমে গুগল ক্লাসরুম ব্যবহারের জন্য প্রথমে তোমাকে গুগল ক্রোমে প্রবেশ করতে হবে। সেখানে ডানদিকে উপরে ৯টি বিন্দু একসাথে দেখতে পাবে। সেখানে ক্লিক করে নিচে স্ক্রোল করলে তুমি গুগল ক্লাসরুম অ্যাপটি পেয়ে যাবে। তোমাকে একটি গুগল একাউন্টের মাধ্যমে ‘সাইন ইন’ করে ক্লাসে যুক্ত হতে হবে। একটি ক্লাসে যুক্ত হওয়ার পরে, তুমি তোমার শিক্ষকের কাছ থেকে বিভিন্ন ধরনের কাজ পেতে পারবে এবং তোমার সহপাঠীদের সাথে আলোচনাও করতে পারবে। মোবাইল ফোনের ক্ষেত্রেও একই ভাবে ক্লাসে যুক্ত হতে হবে সেক্ষেত্রে  তোমাকে প্রথমে প্লে স্টোর থেকে গুগল ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

চলো তাহলে জেনে নিই কীভাবে ক্লাসে যুক্ত হতে পারবে। মূলত তিনটি উপায়ে ক্লাসে যুক্ত হওয়া যায়।

১) একটি ক্লাস লিঙ্ক - তোমার শিক্ষক একটি লিঙ্ক পাঠিয়ে দিবেন, যে লিঙ্কে প্রবেশ করে Join অপশনে ক্লিক করলে তুমি ক্লাসে যুক্ত হয়ে যাবে।

২) একটি ক্লাস কোড - তোমার শিক্ষক একটি একটি ক্লাস কোড দিয়ে দিতে পারেন, যে ক্লাস কোডটি ব্যবহার করে তুমি ক্লাসে যুক্ত হতে পারবে।

গুগল ক্লাসরুমে প্রবেশের পর তোমার সামনে দুইটি অপশন আসবে-Join Class এবং Create Class । ওথবা একটি (+) যোগ চিহ্ন আসবে, সে যোগ চিহ্নে ক্লিক করলে অপশন দুইটি আসবে। সেখান থেকে Join Class সিলেক্ট করলে তোমার সামনে Class Code লেখা একটি বক্স আসবে । সেই বক্সে তোমার শিক্ষকের দেওয়া Class Code টি লিখে উপরে থাকা Join অপশনে ক্লিক করলে তুমি ক্লাসে যুক্ত হয়ে যাবে।

৩) একটি ইমেল আমন্ত্রণ - তোমার শিক্ষক তোমাকে ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ পাঠাতে পারে। সেখানে একটি লিঙ্ক থাকবে, যে লিঙ্কে প্রবেশ করে Join অপশনে ক্লিক করলে তুমি ক্লাসে যুক্ত হয়ে যাবে।

ক্লাসে যুক্ত হওয়ার পরে সেই ক্লাসে প্রবেশ করলে উপরে তুমি তোমার ক্লাসের নামটি দেখতে পারবে। তার ঠিক নিচে (Share with your class) লেখা একটি বক্স দেখতে পাবে। সেখানে তুমি তোমার সহপাঠীদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারবে। আবার , পড়াশোনা বিষয়ক কোনো সমস্যার সম্মুখীন হলেও তুমি সেখানে সে সমস্যার কথা লিখে সবার সাথে শেয়ার করতে পারবে। পরবর্তীতে তোমার শিক্ষক ও সহপাঠী চাইলে সেই পোস্টে Add Class Comment অপশনে গিয়ে তোমার সমস্যার সমধান করে দিতে পারবে। একই ভাবে তোমার শিক্ষক সেই ক্লাসে প্রয়োজনীয় নোট , ফাইল , ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারবে।

গুগল ক্লাসরুম অ্যাপের মাধ্যমে তোমার শিক্ষক তোমাকে বাড়িরকাজ দিতে পারবে এবং তুমি এই অ্যাপের মাধ্যমেই তোমার বাড়িরকাজ জমা দিতে পারবে। এজন্য সর্বপ্রথমে অ্যাপে প্রবেশ করে তোমার নির্ধারিত ক্লাসটিতে ক্লিক করবে। সেখানে Classwork নামে একটি অপশন আসবে;সেই জায়গায় ক্লিক করবে। তখন তোমার শিক্ষকের দেওয়া সকল কাজগুলো তুমি দেখতে পাবে। এরপর তুমি যেই বাড়িরকাজটি জমা দিতে চাও সেখানে প্রবেশ করে ‘View assignment’-এ ক্লিক করবে। এরপর তোমার সামনে একটি বক্স আসবে যার নিচে লেখা থাকবে (+Add or create)/(Add work) । সেখানে প্রবেশ করে তোমার ডিভাইস থেকে নির্দিষ্ট ফাইল বা ছবি সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করার পর বক্সের নিচে আরেকটি অপশন আসবে- Hand in.  সেখানে ক্লিক করলেই তোমার বাড়িরকাজটি জমা হয়ে যাবে।