গুগল মিট

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনলাইনে বাসায় থেকেই ক্লাস করার জন্য আদর্শ একটি অ্যাপ/সফটওয়্যার গুগল মিট। অন্য সব কমিউনিকেশন অ্যাপের থেকে গুগল মিটে বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। তাছাড়া গুগল মিট অ্যাপটি ব্যবহার করাও অনেক সহজ। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে এমন যে কেউই গুগল মিট অ্যাপটি ব্যবহার করে ক্লাসে বা ভিডিও কনফারেন্সিং এ অংশগ্রহণ করতে পারবে। ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল ডিভাইস থাকলে যে কোন স্থান থেকেই গুগল মিটের মাধ্যমে ক্লাসে বা মিটিং এ অংশগ্রহণ করা যায়। গুগল মিটের ফ্রি ভার্সনে ১০০ জন কে একসাথে নিয়ে ৫০ মিনিট পর্যন্ত ভিডিও ক্লাস বা মিটিং চালানো যায়।  

ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে গুগল মিটে ক্লাস করার জন্য শিক্ষক একটি লিংক দিবেন। ছাত্রছাত্রী সেই লিংকে ক্লিক করার পর শিক্ষক অনুমতি দিলে সরাসরি গুগল মিট ক্লাসরুমে প্রবেশ করা যাবে। অথবা শিক্ষক একটি মিটিং কোড দিবেন ছাত্রছাত্রীকে। ছাত্রছাত্রীরা https://meet.google.com/ এই লিংকে গিয়ে Join a meeting এ ক্লিক করে নির্দিষ্ট স্থানে স্যারের দেওয়া মিটিং কোড ব্যবহার করে এন্টার চাপতে হবে। এরপর স্যার অনুমতি দিলেই ক্লাশরুমে প্রবেশ করতে পারবে।

যদি অ্যানড্রয়েড ফোনে গুগল মিট অ্যাপ ডাউনলোড করতে চাও তবে গুগল প্লে স্টোরে গিয়ে গুগল মিট অ্যাপ নামে সার্চ দিলেই অ্যাপটি পাওয়া যাবে। সেখান থেকে ফ্রি ডাউনলোড করা যাবে অ্যাপটি। অ্যাপটি চালু করে জয়েন এ মিটিং এ প্রবেশ করে নির্দিষ্ট স্থানে কোড দিয়ে ক্লাসে প্রবেশ করা যাবে।

যে কোন একটি জি মেইল অ্যাকাউন্টে লগ ইন করা থাকলে ঐ অ্যাকাউন্টের মাধ্যমেই গুগল মিট ব্যবহার করা যায়। আলাদা করে সাইন আপ করে নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না।

গুগল মিট ব্যবহার করে অডিও ও ভিডিও কল, কনফারেন্স, মিটিং, ক্লাস, চ্যাট, স্ক্রীন শেয়ার ইত্যাদি সুবিধা পাওয়া যায়।