জুম

সরাসরি অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার/অ্যাপ হলো জুম। বিশ্বব্যাপী প্রায় সর্বত্র অনলাইন শিক্ষা ও প্রশিক্ষণের জন্য এটি খুবই জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি মাধ্যম। ।

জুম কী: জুম এক ধরনের কমিউনিকেশন অ্যাপ/সফটওয়্যার যার মাধ্যমে ভিডিও কনফারেন্স, অডিও কনফারেন্স, লাইভ চ্যাট, স্ক্রীন শেয়ার ইত্যাদি কাজ করা যায়। জুম অ্যপের ফ্রি গ্রাহক হলে একসাথে সর্বোচ্চ ১০০ জনকে নিয়ে ভিডিও, অডিও কল, কনফারেন্স বা ক্লাস করা যাবে। আর প্যাকেজ কিনে জুম অ্যাপ ব্যবহার করলে ৩০০, ৫০০, ৭০০ বা তারও বেশী সংখ্যক মিলে ভার্চুয়াল কনফারেন্স করা যাবে। 

যদি অ্যানড্রয়েড ফোনে জুম অ্যাপ ডাউনলোড করতে চাও তবে গুগল প্লে স্টোরে গিয়ে জুম অ্যাপ নামে সার্চ দিলেই অ্যাপটি পাওয়া যাবে। সেখান থেকে ফ্রি ডাউনলোড করা যাবে অ্যাপটি। আর যদি ডেস্কটপ কম্পিউটার/ল্যাপটপে জুম ডাউনলোড করতে চাও তবে https://zoom.us/download এই লিংক থেকে ফ্রি ডাউনলোড করা যাবে। ফ্রি ইউজাররা জুম অ্যাপ ব্যবহার করে একটানা ৪০ মিনিট পর্যন্ত মিটিং বা ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।

জুম অ্যাপ ব্যবহারের নিয়ম:

ডাউনলোড করার পর জুম অ্যাপটি চালু করলে কয়েকটি বিষয় সামনে আসবে। তা হলো জয়েন এ মিটিং, হোস্ট এ মিটিং, সাইন ইন, সাইন আপ। মনে করো আজ দুপুরে তোমার ক্লাস আছে অনলাইনে। জুম ব্যবহার করে ক্লাস করতে হবে। ছাত্রীদের ক্লাশে যুক্ত করার জন্য শিক্ষক একটি লিংক দিবেন অথবা নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিবেন। ঐ লিংকে প্রবেশ করে বা জুম অ্যাপের জয়েন এ মিটিং অপশনে গিয়ে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে ক্লাসে অংশগ্রহণ করা যাবে। এক্ষেত্রে ক্লাসে অংশগ্রহণের জন্য ক্লাশের আয়োজক শিক্ষকদের অনুমতি লাগবে। জুমের অ্যাকাউন্ট না থাকলেও তুমি ক্লাসে অংশ নিতে পারবে। তবে নিয়মিত জুম অ্যাপ ব্যবহার করে ক্লাস বা মিটিং করার প্রয়োজন হলে সাইন আপ করে জুম অ্যাকাউন্ট করে রাখা ভালো। জুমে নতুন অ্যা্কাউন্ট খোলার জন্য সাইন আপে ক্লিক করে তোমাকে বিভিন্ন ধরণের তথ্য দিতে হবে। যেমন তোমার নাম, জন্ম তারিখ, ইমেইল ঠিকানা ইত্যাদি। প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করার পর তোমার প্রদত্ত ইমেইল ঠিকানায় একটি কনফার্মেশন লিংক আসবে যেখানে লেখা থাকবে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ঐ লিংকে প্রবেশ করে পাসওয়ার্ড সেট করে দিলেই অ্যাকাউন্ট খোলার কাজ সম্পন্ন হয়ে যাবে। পরবর্তীতে নিজের জুম অ্যাকাউন্টে প্রবেশ করতে চাইলে সাইন ইন এ গিয়ে ইমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে জুম অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।