কোথায় অ্যাকাউন্ট করা হচ্ছে, কী তথ্য দেওয়া হচ্ছে সে ব্যাপারে সতর্কতা

অনলাইন মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়ে। এসব জায়গায় অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কোন সাইটে অ্যাকাউন্ট করছি এবং কী তথ্য দিচ্ছি এসব ব্যাপারে সতর্ক না থাকলে একাউন্ট হ্যাকিং, ফিশিং সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধের শিকার হতে হয়। এসব ব্যাপারে কী সতর্কতা মেনে চলা উচিত

১। ওয়েব এড্রেস লক্ষ্য করুন

যেখানে অ্যাকাউন্ট করছেন সে ওয়েবসাইটের ওয়েব এড্রেসটি ভালো করে খেয়াল করে দেখুন। অনেক সময় প্রায় একই ঠিকানায় ভুয়া সাইটও থাকতে পারে। কিংবা কিছু এড্রেস দেখবেন স্বাভাবিক ওয়েব এড্রেসের মত না, সেগুলো ভালো করে খেয়াল করলে অনিরাপদ ওয়েবসাইট চিনতে পারবেন। যেমন youtube.com হচ্ছে ইউটিউবের ওয়েব এড্রেস, যদি দেখেন যে ওয়েব এড্রেসটা youtube.con এমন তাহলে ধরে নিতে পারেন এখানে অ্যাকাউন্ট করাটা আপনার জন্য নিরাপদ হবে না। যেমন বিবিসি-এর সঠিক ওয়েবসাইট হচ্ছে bbc.com। আর bbc.co ও bbc.co.org এড্রেস দুইটি সঠিক নয়।

২। ফিশিং সাইট কিনা খেয়াল করুন

যে সাইটে অ্যাকাউন্ট করছেন সেটি ফিশিং সাইট অর্থাৎ আপনার তথ্য চুরি এবং একাউন্ট হ্যাক করার উদ্দেশ্যে তৈরি কোন সাইট কিনা খেয়াল করুন। আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের সাথে যদি এর মিল না পান, এবং ওয়েব এড্রেস, লিঙ্ক, সাইটের লে-আউট ইত্যাদি বিষয়ে লক্ষ্য করলেই বুঝতে পারবেন সেই সাইটটি আসলে ফিশিং সাইট কি না।

৩। ব্যক্তিগত তথ্য দেয়ার ক্ষেত্রে গোপনীয় তথ্য দিবেন না

অ্যাকাউন্ট তৈরির জন্যে অনেক ধরণের ব্যক্তিগত তথ্য দিতে হয় যেমন নাম, ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইত্যাদি। এসব তথ্য দেয়ার ক্ষেত্রে নিজের একান্তই ব্যক্তিগত এবং গোপনীয় কোন তথ্য দেয়া থেকে বিরত থাকুন। যদি এসব তথ্য ছাড়া অ্যাকাউন্ট করা না যায় তাহলে এসব তথ্যের প্রাইভেসি স্যাটিংস এমনভাবে দিন যাতে অন্য কেউ এসব তথ্য দেখতে না পারে। প্রয়োজনে এই সাইট বর্জন করে অন্য কোন বিশ্বাসযোগ্য সাইটে অ্যাকাউন্ট খুলে কাজ করুন।

৪। সাইট এবং অ্যাপ কোন ধরণের তথ্য চাচ্ছে সেদিকে খেয়াল করুন

অনেক সময় কোন সাইট বা অ্যাপ এমন কোন তথ্য চাইতে পারে যা এই সাইটের কাজ চালানোর জন্য অপ্রয়োজনীয়। এ ধরণের অপ্রয়োজনীয় কিন্তু ব্যক্তিগত তথ্য দেয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন, এই সময়ে তথ্যের নিরাপত্তাহীনতা আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে। 

 ৫। অ্যাপগুলো ডিভাইসের কোন কোন বিষয়ের এক্সেস চাচ্ছে সেদিকে লক্ষ্য করুন

অ্যাপ ইন্সটল করার পর সেটি আপনার ডিভাইসের বিভিন্ন অংশ যেমন গ্যালারি, লোকেশন, ফোনবুক, মেসেজ, ক্যামেরা এসবের এক্সেস চায়। এসবে এক্সেস দেয়ার আগে কোন কোন জায়গার এক্সেস দিচ্ছেন তা খেয়াল করুন। অ্যাপটির প্রয়োজনের বাইরে কোন বিষয়ের এক্সেস দেয়া থেকে বিরত থাকুন। এবং এক্সেস দেয়ার ক্ষেত্রে ‘অ্যাপ’ ব্যবহারের সময়ই যাতে এসবের এক্সেস পায় সেভাবে এক্সেস দিন।

৬। নতুন কোন ওয়েবসাইটে একাউন্ট তৈরি না করে কাজ করা গেলে তা-ই করুন

ধরুন আপনি নতুন কোন একটি ওয়েবসাইটের মাধ্যমে কোন কাজ করতে যাচ্ছেন। তাহলে খেয়াল করলেই দেখবেন কিছু সাইটে অ্যাকাউন্ট না করেও কাজগুলো করার সুযোগ থাকে। অনেক সময় বিভিন্ন অ্যাপ ইন্সটল না করেও সেগুলোর ওয়েবসাইট থেকে তাদের প্রদত্ত সার্ভিস গ্রহণ করা যায়। তাহলে এমন ক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি না করে এবং অ্যাপ ডাউনলোড না করেই কাজগুলো করার চেষ্টা করুন।