অনিরাপদ ওয়েবসাইট চেনার উপায়

আমরা সময়ের সাথে সাথে আমাদের বিভিন্ন রকম ব্যক্তিগত তথ্য আমরা আমাদের কম্পিউটারে সংরক্ষণ করে থাকি। কিন্তু এমন কিছু ক্ষতিকারক ওয়েব সাইট আছে যারা সবসময় আপনার ডিভাইসে সংরক্ষিত তথ্যগুলোতে প্রবেশ করে তার ক্ষতি করতে চায় তাই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ  বিষয় হল আপনার তথ্যগুলোকে ওইসব ইন্টারনেট প্রিডেটরদের হাত থেকে রক্ষা করা। আপনি আপনার কম্পিউটার চালনার যেকোন একবার না একবার ইন্টারনেট প্রিডেটরদের দ্বারা আক্রান্ত হবেন যারা আপনার কম্পিউটারের তথ্যগুলো নষ্ট করতে চাইবে তাই সবসময় চেষ্টা করবেন ওইসব ক্ষতিকারক ওয়েব সাইট এড়িতে চলতে।

আপনি কিছু সর্তকতা অনুসরণ করলে ক্ষতিকর ওয়েবসাইট থেকে আপনাকে রক্ষা করতে পারেন:

১। ইমেইলে পাঠানো সন্দেহজনক লিংকে কখনই ক্লিক করবেন না। 

২। যদি একটি ওয়েব সাইট অস্বাভাবিক বা ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে এড়িয়ে চলুন।

৩। আপনি যে ওয়েবসাইটি ব্যবহার করতে চাইছেন সেটি সন্দেহজনক মনে হলে তা সঠিক কিনা যাচাই করে নিন। দেখুন তার যোগাযোগ করার জন্য কোন মাধ্যম দিয়েছে কিনা? যদি কোন যোগাযোগ মাধ্যম যেমনঃ ইমেইল বা ফোন নম্বর দিয়ে থাকে তাহলে যোগাযোগ করে আপনি নিশ্চিত হতে পারেন।

৪। কোন ওয়েবসাইটে প্রবেশের আগে URL টি লক্ষ্য করুন । কেননা ফিশাররা একই রকম URL তৈরি করে রাখে আপনাকে ধোকা দেওয়ার জন্য। একটি অনাকাঙ্ক্ষিত ভুল আপনার জন্য ক্ষতির কারন হতে পারে।

৫। কোন লিঙ্ক যাচাই করার জন্য হাইপার লিংকে রাইট ক্লিক করুন এরপর প্রোপার্টিস এ গিয়ে তারপর লিংকের সবকিছু পর্যালোচনা করুন।

৬।  URL এ খেয়াল করবেন http বা https আছে। যেটাতে  ‘s’ আছে সেটা আপনার জন্য নিরাপদ।

অনিরাপদ ওয়েবসাইট থেকে সুরক্ষিত থাকবেন কীভাবে?

১। ওয়েব ব্রাউজার যেমনঃ Internet Explorer, Mozilla Firefox, Google Chrome এগুলোতে অনিরাপদ ওয়েবসাইট শনাক্ত করার এবং কোন সাইটে প্রবেশের সময় সতর্কবার্তা দেয়ার ব্যবস্থা আছে। সেসব সেটিংস অন করে রাখলে নিরাপদ থাকবেন।

২। আপনার ডিভাইসে অ্যান্টিভাইরাস ব্যবহার করলে অনিরাপদ ওয়েবসাইট থেকে ক্ষতিকর কোন প্রোগ্রাম যেমন ম্যালওয়ার আপনার ডিভাইসে চলে আসা থেকে নিরাপদ থাকতে পারবেন।

৩। জিমেইলে সবসময় https চালু করে রাখবেন। এই সেবা চালু ও বন্ধ করবেন যেভাবে – 

-  জিমেইলে সাইন ইন করতে হবে।

-উপরের ডান পাশে কোণায় থাকা এই গিয়ার   আইকনে ক্লিক করতে হবে। 

এবার General tab এ গিয়ে 'Browser Connection'  এর জন্য দুইটা অপশন পাবেন –  'Always use https' এবং 'Don't always use https' যদি আপনি আগেই এই স্যাটিংস পরিবর্তন না করে থাকেন তাহলে বাই ডিফল্ট 'Always use https' অপশনটি চালু  থাকবে। এই স্যাটিং চালু না থাকলে চালু করে দিতে পারবেন।

-       তারপর save change এ ক্লিক করুন।