অ্যাকাউন্ট তৈরি ও লগইন করতে সতর্কতা ও শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন

অনলাইন মাধ্যমগুলোতে বিভিন্ন প্রয়োজনে অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হয়। সেখানে ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা লাগে। আবার পাসওয়ার্ড নির্বাচনও গুরুত্বপূর্ণ একটি বিষয়।

 অ্যাকাউন্ট তৈরি ও লগইন করতে কী কী সতর্কতা ব্যবস্থা নেয়া উচিত?

 ১। কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করছেন এবং লগইন করছেন খেয়াল করুন

অনেক সময় তথ্য চুরি এবং অ্যাকাউন্ট হ্যাকিং এর জন্য কিছু ভুয়া ওয়েবসাইট বানানো হয়। যেগুলোর মূল উদ্দেশ্যই গ্রাহকের তথ্য চুরি করে জালিয়াতি করা। সেজন্য অ্যাকাউন্ট করার আগে বা লগইন করার আগে ওয়েবসাইটটি ঠিক আছে কিনা তা দেখে নেয়া জরুরি।

 ২। অ্যাকাউন্টে ব্যক্তিগত তথ্য দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

অ্যাকাউন্ট তৈরির সময় ব্যক্তিগত তথ্য চাইবে। অনেক সময় তাদের প্রয়োজনের বাইরে এমন কিছু তথ্য চাইতে পারে যা অনলাইন নিরাপত্তা, অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে জড়িত। সেসব তথ্য দিয়ে বিপদে পরবেন না। সেজন্য যেকোনো তথ্য দেয়ার আগে ভালোমতো যাচাই না করে তথ্য দিবেন না।

 ৩। যে ইমেইল ও পাসওয়ার্ড নির্বাচন করবেন তা মনে রাখুন, মনে না থাকলে গোপন কোথাও সংরক্ষণ করুন

অ্যাকাউন্ট করার পর লগইন করার জন্য ইমেইল এবং পাসওয়ার্ড নির্বাচন করতে হবে। এই ইমেইল ও পাসওয়ার্ড পরবর্তীতে লগইন করার জন্যে প্রয়োজন হবে। ইমেইল এবং পাসওয়ার্ড মনে না থাকলে ঝামেলা পোহাতে  হবে। সেজন্য চেষ্টা করবেন এগুলো মনে রাখতে। একান্তই যদি মনে না থাকে তাহলে এগুলো গোপন কোথাও সংরক্ষণ করতে পারেন।

 ৪। যেখানে অ্যাকাউন্ট করছেন সেখানে কাজ শেষ হয়ে গেলে অ্যাকাউন্টটি ডিলিট করে দিন। অব্যবহৃত অ্যাকাউন্ট ফেলে রাখবেন না। কোথাও অ্যাকাউন্ট করা মানে সেখানে আপনার অনেক ব্যক্তিগত এবং অনলাইন এক্টিভিটির তথ্য সংরক্ষণ হয়ে আছে। যদি কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পর আপনার সেই অ্যাকাউন্টের প্রয়োজন ফুরিয়ে যায় তাহলে সেটি ফেলে না রেখে ডিলিট করে দিন।

 ৫। লগইন করার সময় সঠিক পাসওয়ার্ড দিন

লগইন করার সময় সঠিক পাসওয়ার্ড না দিলে একাউন্টে প্রবেশ করা যাবে না।

৬। লগইন করার সময় পাসওয়ার্ড কোন সাইটে সংরক্ষণ করে রাখবেন না

অনেক ওয়েবসাইটে লগইন করার জন্য ইমেইল ও পাসওয়ার্ড দেয়ার পর সেসব সাইটে পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখার জন্য বলে। আপনি চাইলে সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে পরবর্তীতে লগইন করার ক্ষেত্রে পুনরায় পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হবে না। এই কাজটি না করাই ভালো, পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখলে এই ডিভাইস যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে পরতে পারে।

 ৭। একাউন্টে সঠিক তথ্য দিন, মিথ্যা তথ্য দিবেন না

অনেকেই একাউন্টে মিথ্যা তথ্য দিয়ে রাখেন। অনেকেই ফেইক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সময় মজা করে থাকেন, অন্য কারো ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেন বা টাইপ করায় ভুল হবার জন্য অন্য কারো ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। এই কাজগুলো করা যাবে না। কারণ অন্য কারো নাম্বার দিলে সে আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। আবার ফেইক অ্যাকাউন্ট ব্যবহারে জন্য অনেক সময় আইনি জটিলতায় পরতে পারেন।

 ৮। শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করুন

পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড দিন। শক্তিশালী পাসওয়ার্ড হ্যাকার থেকে অ্যাকাউন্ট নিরাপদে রাখতে পারে।

 কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করবেন?

 অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বা অ্যাপে পাসওয়ার্ড নির্বাচন করতে হয়। এসব জায়গায় পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে অনেক সময়ই আমরা খুব দুর্বল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টকে ঝুঁকির মুখে ফেলে দিই। এসব ঝুঁকি থেকে মুক্ত থাকার জন্য শক্তিশালী পাসওয়ার্ড কীভাবে নির্বাচন করবেন সে বিষয়ে জানা জরুরি। চলুন জেনে নেয়া যাক কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করবেন সে সম্পর্কে-

১। ব্যক্তিগত তথ্য যেমন- নিজের নাম, জন্ম তারিখ, ইমেইল এড্রেস কখনোই পাসওয়ার্ড হিসাবে দিবেন না।

২। যথাসম্ভব বড় পাসওয়ার্ড ব্যবহার করুন, ছোট পাসওয়ার্ড তেমন শক্তিশালী হয় না।

৩। পাসওয়ার্ডে বড় হাতের ও ছোট হাতের অক্ষর, সংখ্যা, কমা, ফুল স্টপ ইত্যাদি ব্যবহার করলে পাসওয়ার্ড শক্তিশালী হবে।

৪। অর্থপূর্ণ শব্দ ও বাক্যাংশ পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না।

৫। একাধিক অ্যাকাউন্টের জন্যে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

৬। এমন পাসওয়ার্ড দিবেন না যা সচরাচর ব্যবহার করা হয়ে থাকে। যেমন – ১২৩৪