বিভিন্ন প্রয়োজনে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অনেক মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয়। মোবাইল অ্যাপ্লিকেশন এর চাহিদা ও ব্যবহার যেমনি বাড়ছে, তেমনি বাড়ছে অ্যাপ্লিকেশন ব্যবহারের ঝুঁকি। যে কোন মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে কিছু সতর্কতা অবলম্বন না করলে মোবাইলের সকল তথ্য চুরি হওয়া ছাড়াও মোবাইল ও মোবাইলে ব্যবহৃত বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আপ ডাউনলোড করার সময় যে সকল সাবধানতা অবলম্বন করা উচিত:
১। গুগল প্লে স্টোরে চাহিদা মত অ্যাপের নাম দিয়ে সার্চ দিলে একই নামে একাধিক অ্যাপ সামনে চলে আসতে পারে এবং এর ভিতরে ভুয়া অ্যাপ থাকার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে কোনটি আসল আর কোনটি নকল বোঝা বেশ কঠিন। এরকম ক্ষেত্রে রিভিউ এবং অ্যাপ এর বিবরণ পড়তে হবে। অনেক অ্যাপে পেইড রিভিউ দেখতে পাওয়া যায়। একটু খেয়াল রাখলে এবং মাথা খাটালে বোঝা সম্ভব কোনটি পেইড রিভিউ আর কোনটি রেগুলার ইউজারের রিভিউ।
২। যে কোন অ্যাপ ডাউনলোড করার সময় অবশ্যই আপডেট এন্টি ভাইরাস সচল রাখতে হবে।
৩। ফ্রি অ্যাপ ডাউনলোড করার সময় অন্য সফটওয়্যার বা ফাইল ডাউনলোড হয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় সেই সফটওয়্যার ও ফাইল গুলো ডিলিট করতে হবে, কোন অবস্থাতেই সেগুলো ইন্সটল করা যাবে না।
৪। যে কোন অ্যাপ ডাউনলোড করার আগে প্লে স্টোরের বিবরণ পেইজে “এডিটরস চয়েস” “টপ ডেভলপার” এ ধরনের ট্যাগলাইন থাকলে ভুয়া অ্যাাপ হওয়ার আশঙ্কা কম থাকে। ডেভলপার ওয়েবসাইটে লগইন করে অ্যাপের বিষয়টি সম্পর্কে আরো নিশ্চিত হওয়া সম্ভব।
৫। ঠিক যে কাজের জন্য অ্যাপটি ডাউনলোড করা হয়েছে, সেই অ্যাপটি ইন্সটল করার সময় যদি অপ্রয়োজনীয় তথ্যে প্রবেশ অধিকার চায় (যেমন- হিসাব-নিকাশের একটি অ্যাপ ইন্সটল করার সময় যদি আপনার মোবাইলের ক্যামেরা, মাইক্রোফোন বা ছবিতে প্রবেশ অধিকার চায়) তাহলে সেই অ্যাপটি ভুয়া ও ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। এ ধরণের অ্যাপ আন ইন্সটল করা উচিত।