যে কোন প্রকার সাইবার ক্রাইম যথাযথ কর্তৃপক্ষকে জানানোর পদ্ধতি, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর

সাইবার ক্রাইম কী? 

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ হিসেবে বর্ণনা করা কোন কিছু করাকে সাইবার ক্রাইম বলা যায়। 

ধরো তুমি বা তোমার পরিচিত কেউ সাইবার ক্রাইমের শিকার হলো। এখন তুমি অপরাধীর বিরুদ্ধে ব্যাবস্থা নিতে চাচ্ছো। কীভাবে নিবে? আমাদের দেশে সাইবার অপরাধের শিকার বেশিরভাগ ভিক্টিমই অপরাধীদের আইনের আওতায় আনে না বা আনতে পারেনা। নারী-পুরুষ উভয়েরই সাইবার সিকিউরিটি আইন সম্পর্কে জানাশোনা কম থাকায় এবং আইনের সহযোগিতা নেবার মাধ্যম না জানায় অভিযোগ করছে না বেশিরভাগই। চলো দেখা যাক যদি কেউ অপরাধের শিকার হয়েই যায় তাহলে কীভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবে। 

কোথায় অভিযোগ করবে? 

অভিযোগ জানানোর জন্য নিম্নোক্ত উপায়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে:

  • প্রাথমিকভাবে অভিযোগ করতে পারো তোমার নিকটস্থ থানায়।
  • Police Cyber Support for Women PCSW নামে ফেসবুক পেইজে মেসেজ দিয়ে অভিযোগ জানাতে হবে।
  • cybersupport.women@police.gov.bd বা cyberhelp@dmp.gov.bd  এই দুইটি ঠিকানায় ইমেইল করা যাবে।                                                                                                                                            
  • পুলিশ সদর দফতরের ০১৩২০০০০৮৮৮ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।
  • হটলাইন নম্বর ৯৯৯ এ ফোন করেও অভিযোগ করা যাবে।
  • সরাসরি কথা বলার প্রয়োজনবোধ করলে চলে আসতে পারো ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ডিভিশনের Cyber Crime Unit অফিসে। কথা বলতে পারো দায়িত্বরত কর্মকর্তার সাথে এই নাম্বারে-০১৭৬৯৬৯১৫২২ । ঠিকানা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণী, রমনা, ঢাকা।

 

কীভাবে অভিযোগ করবে?

  • সাইবার অপরাধের শিকার হলে যত দ্রুত সম্ভব অভিযোগ জানানো উচিত। 
  • অভিযোগ করার ক্ষেত্রে তোমার অভিযোগের স্বপক্ষে কিছু প্রমাণাদি প্রয়োজন। যেমন এক্ষেত্রে সংশ্লিষ্ট আলামতের স্ক্রীনশট, লিংক, অডিও/ভিডিও ফাইল অথবা রিলেটেড ডকুমেন্টস। 
  • স্ক্রীনশট সংগ্রহের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন Address Bar এর URL টি দৃশ্যমান হয়। 
  • ই-মেইল এর মাধ্যমে অভিযোগ জানাতে চাইলে এসব কন্টেন্ট এটাচ করে আপলোড করতে পারো। 
  • সর্বোপরি তুমি প্রয়োজনে Cyber Crime Unit এর অফিসারদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারো যা তোমার আইনগত ব্যবস্থা গ্রহণের সহায়ক হতে পারে।

সর্বোপরি, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাইবার অপরাধ হ্রাস নিশ্চিত করতে হলে এই সংক্রান্ত জ্ঞান মানুষের মধ্যে আরো বেশি করে প্রচার করতে হবে। সাধারণ মানুষের কাছে এসব আইনি সেবা আরো সহজলভ্য করতে হবে। নাহলে গালভরা আইন শুধু কাগজে কলমেই থেকে যাবে, কোন কাজে লাগবেনা।