Issue area অনিরাপদ ওয়েবসাইট চেনার উপায়

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (PECE), জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (JSC/JDC), কিংবা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষাসহ (SSC/HSC) বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল জানতে ইন্টারনেট ব্যবহার হয়। তোমার পরিচিত কেউ কি সম্প্রতি এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করেছে? তুমি কি জানো যে এই সব পরীক্ষার রেজাল্ট জানার জন্য সে কী পদ্ধতি অবলম্বন করেছে?সাধারণত, এই ধরনের পাবলিক পরীক্ষার রেজাল্ট জানতে ইন্টারনেটের সাহায্যে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়। এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে ‘ওয়েবসাইট কী’?ওয়েবসাইট হলো অনেকগুলো ওয়েব পেজ এর সমষ্টি। আর ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যেখানে যেখানে টেক্সট, ছবি, অডিও, ভিডিও এবং অন্যান্য নানা উপাদান থাকতে পারে। ইন্টারনেটে কোন তথ্য অনুসন্ধান করতে গেলে যেসব পেজ আমাদের সামনে আসে সেগুলোই ওয়েব পেজ। এরকম অনেকগুলো ওয়েব পেজ মিলে একটি ওয়েবসাইট তৈরি হয়। প্রতিটি ওয়েবসাইটের একটি ঠিকানা থাকে যার মাধ্যমে ওয়েবসাইটটিকে খুঁজে পাওয়া যায়। ইন্টারনেট ব্যবহারকারীগণডেস্কটপ, ল্যাপটপ, কিংবা স্মার্টফোনের মতো ডিভাইসের সাহায্যে ওয়েবসাইটগুলিতেপ্রবেশ করতে পারে৷ওয়েবসাইটের যেমন অনেক উপকারী দিক রয়েছে, তেমনি কিছু কিছু ওয়েবসাইট ক্ষয়ক্ষতির কারণও হয়ে থাকে। অসাধু মানুষদের দৌরাত্ম্যের কারণে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদেরজন্য ওয়েবসাইটসমূহ কখনো কখনো ফাঁদে পরিণত হয়। তাই অনিরাপদ ওয়েবসাইট চেনার উপায়গুলি জেনে রাখা আবশ্যক। অনিরাপদ ওয়েবসাইট চেনার উপায়: কোনো ওয়েবসাইট অনিরাপদ কিনা তা বোঝার কিছু সহজ উপায় আছে:১। ওয়েবসাইটটি তোমাকে কোনো একটি সফটওয়্যার ডাউনলোড করতে, একটি ফাইল সংরক্ষণ (Save) করতে বা একটি প্রোগ্রাম চালাতে বলতে পারে।২। ওয়েবসাইটে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে একটি অপ্রত্যাশিত উইন্ডো (নতুন ওয়েব পেজ) চালু হতে পারে।৩। তোমাকে একটি ফাইল ডাউনলোড করতে বলা হতে পারে। (যেমন কোনো একটি PDF, .zip, .rar, বা .scr ফাইল)৪। এছাড়াও ক্ষতিকর ওয়েবসাইট তোমাকে ভড়কে দেওয়ার জন্য বিভিন্ন কথা বলতে পারে। যেমনঃ-           তোমার কম্পিউটার ইতিমধ্যে ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে-           তোমার ব্রাউজারটি পুরানো এবং সংস্কার প্রয়োজন-           তুমি একটি প্রতিযোগিতা, নিলাম অথবা লটারি জিতেছো। এরপরে পুরষ্কার সংগ্রহের জন্য ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য প্রদান করতে বলতে পারে।এ ধরনের অনিরাপদ ওয়েবসাইট দেখলে ব্যবহার থেকে বিরত থাকা প্রয়োজন।

আরও জানুন