quiz image

ডিজিটাল লিটারেসি অনলাইন কুইজ ২০২২

শুরু : ২২-মে-২০২২ ১২:০৫ শেষ : ৩১-মে-২০২২ ১১:০৫

Quiz Gif file
১৫ স্কোর
১৫ টি প্রশ্ন
১৫ মিনিট

কুইজে অংশ নেয়ার পূর্বে যত্নসহকারে নিচের নিয়মাবলি পড়ুন

বিশ্বের যে কোন প্রান্তে অবস্থিত/ বাংলাদেশের যে কোন নাগরিক যে কোন সময় এই কুইজে অংশগ্রহণ করতে পারবেন। কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর কুইজ শুরু করা যাবে। অংশগ্রহণকারীকে ১৫ মিনিট সময়ে ১৫ টি কুইজের উত্তর দিতে হবে। 

কুইজ সম্পর্কে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়িত ডিজিটাল লিটারেসি সেন্টারের আওতায় এই অনলাইন কুইজ সিরিজটি আয়োজন করা হয়েছে। দেশব্যাপী ডিজিটাল বিভাজন কমিয়ে আনা, দেশের মানুষের জন্য নিরাপদ ও ফলপ্রসূ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করা, ডিজিটাল সাক্ষরতা অর্জন, অনলাইন শিষ্টাচার, সাইবার নিরাপত্তা ও সচেতনতা তৈরিতে এই কুইজ সিরিজটি সহায়ক হিসাবে কাজ করবে।

শর্তসমূহ

নিয়মাবলিঃ

  • কুইজে অংশ নিতে ডিজিটাল লিটারেসি সেন্টারের ওয়েবসাইট  www.digitalliteracy.gov.bd– এ প্রবেশ করতে হবে।
  • কুইজ প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত। 
  • একজন বিজয়ী দ্বিতীয়বার অংশগ্রহণ করতে পারবে না।
  • ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
  • প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ১৫ মিনিট।
  • সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ (০.২৫) পয়েন্ট কাটা যাবে।
  • সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  • কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  • প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
  • এই কুইজটির সর্বসত্ত্ব ডিজিটাল লিটারেসি সেন্টারের। ডিএলসি যেকোন সময় কুইজের নিয়ম পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বতিলের পূর্ণ অধিকার সংরক্ষণ করবে।