বর্তমান সময়ে ফেইসবুক এবং জিমেইলের ক্রমবর্ধমান হ্যাকিং এর ঝুঁকি এড়াতে টু ফ্যাক্টর অথেনটিকেশন অনেক গুরুতূপূর্ণ। কোনো কারণে যদি আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েও যায়, টু ফ্যাক্টর অথেনটিকেশন আপনার একাউন্টগুলোকে রাখবে সম্পূর্ণ নিরাপদ। টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার এটি আসলে কি এবং কিভাবে কাজ করে চলুন জেনে নেওয়া যাক। টু ফ্যাক্টর অথেনটিকেশন কি? টু ফ্যাক্টর অথেনটিকেশন (2FA), কখনও কখনও টব স্টেপ ভ্যারিফিকেশন বা ডুয়াল-ফ্যাক্টর অথেনটিকেশন হিসাবে উল্লেখ করা হয়, এটি একটি সুরক্ষা প্রক্রিয়া যেখানে ব্যবহারকারীরা নিজেদের যাচাই করার জন্য দুই ধাপে দুটি ভিন্ন ভ্যারিফিকেশন ফ্যাক্টর ব্যবহার করে। টু ফ্যাক্টর অথেনটিকেশন প্রক্রিয়ায় নিরাপত্তার একটি অতিরিক্ত ধাপ যোগ করে যাতে হ্যাকারদের জন্য কোনো ব্যক্তির ডিভাইস বা অনলাইন অ্যাকাউন্টে প্রবেশাধিকার পাওয়া কঠিন হয়ে পড়ে। কারণ এই প্রক্রিয়ায় যদি ভিকটিমের পাসওয়ার্ড হ্যাক করা হয়, তারপরেও দ্বিতীয় ধাপের ভ্যারিফিকেশনে হ্যাকার ব্যর্থ হবে। কিভাবে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করবেন- ফেইসবুক ও জিমেইলের সেটিংস অপশন থেকে সিকিউরিটি অপশনে যান সিকিউরিটি থেকে টু ফ্যাক্টর অথেনটিকেশন অন করুন ফেসবুকের ক্ষেত্রে প্রতিবার লগইন করার পূর্বে ফোনের ফেইসবুক অ্যাপ থেকে টু ফ্যাক্টর অথেনটিকেশন অপশনে আসা কোডগুলো দিয়ে লগইন করতে হবে জিমেইলের ক্ষেত্রে অন্য ডিভাইসে লগইনের সময় ফোনে আসা ইউনিক নোটিফিকেশন থেকে লগইন অ্যাপ্রুভ করতে হবে