জাতীয় কনটেন্ট ক্রিয়েটার কনফারেন্স নিবন্ধন

নিবন্ধনের শেষ সময়: ১৫ ডিসেম্বর, ২০২১, রাত ১২ টা

আপনি কি একজন স্যোশাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটার? ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব, টিকটক প্রভৃতি প্লাটফর্মের জন্য ধারাবাহিক ভাবে নানা বিষয়ে কনটেন্ট তৈরি করছেন? আপনার জন্য দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কনটেন্ট ক্রিয়েটর কনফারেন্স।

বিগত বছরগুলোতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অনেকেই বিভিন্ন বিষয়ের উপর ধারাবাহিকভাবে চমৎকার সব কনটেন্ট তৈরি করেছেন। এই সকল কনটেন্ট নির্মাতাদের দেশের লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হয়েছে। আপনি যদি তেমন কেউ হয়ে থাকেন এবং নিচের যে কোন একটি বিষয়ের উপর আপনার ধারাবাহিক কনটেন্ট থাকে, তাহলে আজই নিবন্ধন করুন।

আবেদনের যোগ্যতা:

  • আবেদনকারীর নিজস্ব ইউটিউব চ্যানেল/ফেইসবুক পেইজ/ফেসবুকে ব্যক্তিগত একাউন্ট/ইন্সট্রাগ্রাম একাউন্ট/টিকটক একাউন্ট থাকতে হবে।
  • উপরে উল্লেখিত প্লাটফর্মগুলোর যেকোন ১টিতে আবেদনকীর কমপক্ষে ১০০০০ (দশ হাজার) ফলোয়ার থাকতে হবে।
  • ইউটিউবার বা টিকটকারদের ক্ষেত্রে যেকোন ১টি অথবা সকল কনটেন্ট মিলিয়ে ৫০০০০ ভিউ থাকতে হবে।
  • কনটেন্ট ক্রিয়েটারদের নিন্মোক্ত যে কোন একটি বিষয়ের উপর ধারাবাহিক কনটেন্ট (১০টির অধিক) থাকতে হবে।
    • অভিনেতা
    • মডেল
    • চিত্রশিল্পী
    • আলোকচিত্রী
    • গায়ক
    • খেলাধূলা
    • গ্যাজেটস
    • ভ্রমণ
    • ফুডস
    • কৃষি
    • সংবাদ
    • রাজনীতি
    • পোষাপ্রাণী
    • শিক্ষা
    • মানসিক স্বাস্থ্য
    • মেডিটেশান
    • স্বাস্থ্য সুরক্ষা
    • লেখক
    • চলচ্চিত্র সমালোচনা
  • জাতীয় কনটেন্ট ক্রিয়েটার কনফারেন্সে ক্রিয়েটার কনফারেন্স এর সকল শর্ত ও সিদ্ধান্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল দ্বারা সংরক্ষিত। ভবিষ্যতে এই ইভেন্টের যে কোন শর্ত বা সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কারো নিকট জবাবদিহি করতে বাধ্য নয়।
ইভেন্টে যোগ দিন